মালয়েশিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/13/photo-1447400325.jpg)
যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘যুবকরাই পারে সমাজকে পাল্টে দিতে। মানুষের কর্মক্ষমতা থাকে যুবক বয়সেই। তাই যুবকদের কাছে জাতির চাহিদা অনেক। সে চাহিদা পূরণে ও দেশ গঠনে আপনাদের এগিয়ে আসতে হবে।’
যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার কুয়ালালামপুরের মতিয়ারা কমপ্লেক্সে মালয়েশিয়া যুবলীগের আয়োজিত আলোচনা সভায় মো. ওমর ফারুক চৌধুরী এ কথা বলেন।
প্রবাসীদের উদ্দেশে মো. ওমর ফারুক বলেন, ‘অর্থনৈতিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করতে প্রবাসীরা বড় ভূমিকা রাখছে। আর এই প্রবাসীরা শুধু আওয়ামী লীগের সমর্থকই নয়, সমগ্র বাংলাদেশের বিভিন্ন দলের এবং মতের। আপনারা সবাই মিলেই দেশ গঠনে অবদান রাখছেন।’
মালয়েশিয়া শাখা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল ও সদস্য জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় মাওলানা কারি আক্তার হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে।
মালয়েশিয়া শাখা যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, যুগ্ম সম্পাদক মনজুর আলম শাহিন, মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল, এ কামাল চৌধুরী, শাখাওয়াত হক জোসেফ, মোখলেছুর রহমান, সাইদুর রহমান সিরাজ, আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, যুবলীগ নেতা বিজন মজুমদার, মাসুদুল আলম রনি, রেজাউল হক লায়ন, আলামিন ডলার, আনিস আহমেদ, মনসুর আলী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বি এম বাবুল হাসান, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম হাওলাদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সেলিম সরদার, সজীব মাহমুদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জসীম চৌধুরী, হাজি জাকারিয়া, আবদুল করিম, মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগ নেতা তারিকুজ্জামান মিতুলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মালয়েশিয়া যুবলীগের নেতাকর্মীরা।