রিয়াদে শ্যাডোর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সৌদি আরবের রিয়াদের জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্যাডোর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে জমকালো অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের ডিসিএম ড. নজরুল ইসলাম ও শ্রম কাউন্সিলর মো. মেহিদী হাসান।
পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন শ্যাডোর নিজস্ব সংগীত শিল্পী ও নৃত্য শিল্পীরা। অনুষ্ঠানে স্পন্সর ছিল রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার।
এ ছাড়া অনুষ্ঠানে রিয়াদের রাজনৈতিক, সামাজিক, কবি সাহিত্যিক, সাংবাদিকসহ প্রবাসী কমিউনিটির নেতারা পরিবার নিয়ে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, প্রবাসে বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতির প্রসার ও প্রচারে শ্যাডোর অবদান গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। তাদের এ অবদান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটিকে তিনি শুভেচ্ছা ও অভিন্দন জানান।