মক্কায় বিএনপি নেতার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
সৌদি আরবের মক্কা বিএনপি প্রাদেশিক কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি এম জহির আহমেদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে মক্কা বিএনপির আল খাঁনছা শাখা। গতকাল রোববার এশার নামাজের পর মক্কা নগরীর সারআল হাজে একটি হোটেলের বলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা বেলাল উদ্দিন।
বিএনপি আল খাঁনছা শাখার সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন মক্কা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের ও মক্কা বিএনপির উপদেষ্টা দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, জাহাঙ্গীর চৌধুরী, বেলাল উদ্দিন, শামসুল আলম আজাদ ও হামিদুল হক হামিদ।
বক্তব্য দেন জাহাঙ্গীর, ফাহাদ, আলম, আতাউর রহমান, রুহুল আমিন প্রমুখ।
আলোচনা সভা শেষে মক্কা বিএনপি নেতা জহির আহমেদর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহাব উদ্দিন। এ সময় মক্কা বিএনপির প্রাদেশিক কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছাড়া ও বিভিন্ন অঞ্চল কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।