রিয়াদে খেলাফত মজলিসের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/13/photo-1449954847.jpg)
২০-দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রিয়াদে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সুধী ও ওলামা সমাবেশে রিয়াদ কিং সৌদ ইউনিভার্সিটির অধ্যাপক ড. মহসিন গাজী বিজ্ঞান ও ইসলামের বিষয়বস্তুর ওপর মূল্যবান আলোচনায় বলেন, আল্লাহর নির্দেশিত পথেই মানবজাতির শান্তি ও কল্যাণ সম্ভব; তিনি রাসূল (সা.)-এর দেখানো পথে নিজেদের আত্মনিয়োগের আহ্বান জানান।
গতকাল শনিবার রাত ১০টায় রিয়াদে খেলাফত মজলিস রিয়াদ মহানগর সভাপতি মাওলানা মো. আলী মিল্লাতের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি সৌদি আরব বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান কমল, খেলাফত মজলিসের মক্কা শাখার সভাপতি মাওলানা মো. আলী, জেদ্দা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, রিয়াদ মহানগর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুল আলীম মেহেদী, আনোয়ার হোসেন, মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে ২০-দলীয় জোটের প্রধান শরিক বিএনপির বিভিন্ন পর্যায়ের ও খেলাফত মজলিসের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সরকারকে দেশ-জাতি ও ইসলামের শত্রু আখ্যায়িত করে দেশবাসীকে সব গণবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।