সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ে প্রবাসীদের লেখা বইয়ের মোড়ক উন্মোচন
প্রতিবছরের মতো এবারও প্রবাসী লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন হলো সিঙ্গাপুরে। গত রোববার সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া চারদিনব্যাপী অভিবাসী সপ্তাহের প্রথম দিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সিঙ্গাপুরের একমাত্র বাংলা পত্রিকা বাংলার কণ্ঠ ও সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে এই বছর বাংলার কণ্ঠ প্রকাশনার ছয়টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বাঙালির গৌরবগাথা বাহান্নর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রতিবছর নিখিল বঙ্গ আবরিত হয় নতুন বইয়ের প্রচ্ছদে। বইমেলার আসরকে আরো প্রাণবন্ত করে দিয়ে মধ্যপথে আসে বসন্ত। ফুল, প্রকৃতি, রাজপথ, নদী এরা সবাই কথা বলে সালাম রফিকের রক্তে অর্জিত বাংলা ভাষায়, আর একজন লেখক সাজিয়ে গুছিয়ে ভাষার শিল্পিত রূপ দিয়ে তা উপস্থাপন করেন পাঠকের কাছে।
বাংলা ভাষা আর বাঙালিত্বকে লালন করে সিঙ্গাপুরের প্রবাসীরাও প্রতিবছর লিখে চলেছেন তাদের কথা, ব্যথা, স্বপ্ন ও কল্পনার সাতকাহন। সিঙ্গাপুরের শ্রমজীবী প্রবাসীদের এই সুপ্ত প্রতিভাকে ২০০৬ সাল থেকে জাগ্রত ও প্রকাশ করে যাচ্ছে বাংলার কণ্ঠ।
গত বছর ২০১৫-এর বইমেলায় প্রকাশিত বাংলার কণ্ঠ প্রকাশনার ছয়টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছিল সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরিতে। এরই ধারাবাহিতায় সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ে এবারের আয়োজন।
গত রোববার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রমজীবীদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। এরপর শ্রমজীবীদের সুপ্ত প্রতিভা পরিস্ফুটিত করার লক্ষ্যে ঘণ্টাব্যাপী চলে লেখার কর্মশালা। পরে সন্ধ্যা ৭টার দিকে আইন বিভাগের এল টু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মূলপর্ব। বিশ্ববিদ্যালয়ে কর্মরত মনিশংকরের সঞ্চালনায় প্রথমে শ্রমজীবী সাহিত্য এবং এতে বাংলার কণ্ঠের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন বাংলার কণ্ঠ সম্পাদক এ কে এম মোহসীন।
পরে আইন বিভাগের ডিন সিপি ট্রিশা ক্রেইগ ছাত্র ও শ্রমজীবীদের মধ্যে তিন প্রবাসী লেখকের ছয়টি বইয়ের মোড়ক উন্মোচন করে বক্তব্য রাখেন। মোড়ক উন্মোচন করা বইগুলো হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুর উপন্যাস ‘বন্ধু তুমি সায়াহ্নে’, কবিতার বই ‘কষ্টবিলাস’ ও ‘১৮০ ডিগ্রি’, কাজী শিহাব উদ্দিন লিটনের কবিতার বই ‘ফেরারি প্রেম’ ও ‘সারা বিশ্বে মুজিবেরা’ এবং কাউসার আহমেদের উপন্যাস ‘শ্রাবণ মেঘে ঢাকা’।
সাংস্কৃতিক পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন এনামুল হক, নীলিমা নূপুর, মোহর খান, এম এ সবুর, শরীফ উদ্দিন, সৈয়দুর রহমান লিটন, মোহসীন আকবর, তারেক হাসান, মাহবুব হাসান, জাহাঙ্গীর আলম বাবু ও শিহাব উদ্দিন লিটন। পরে শ্রমজীবীরা নৃত্য পরিবেশন করেন। সবশেষে জাহাঙ্গীর আলম বাবুর লেখা ও দিকনির্দেশনায় প্রবাসীদের নিয়ে নাটক ‘অবাঞ্ছিত’ প্রদর্শিত হয়।