প্রবাসে বিনোদন পরিষদের উদ্যেগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
বাংলা সুরের মূর্ছনায় মুখরিত হলো সিঙ্গাপুর। প্রবাসে বিনোদন পরিষদ(পিবিপি) এর উদ্যেগে ৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে ৯৫, সাঈদ আলই রোডের আনন্দ ভবনের দ্বিতীয় তলায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিবিপির প্রধান পরিচালক রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি চেম্বারস এন্ড কমার্স (সিঙ্গাপুর) এর সাংগঠনিক সম্পাদক ও রহমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভারশাইন গ্রুপের চেয়ারম্যান মোঃ আল আমিন ইকবাল ইকবাল, অল ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বিল্লাল হোসেন।
দুপুরে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নাচ, কবিতা, কৌতুক এবং অভিনয়। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকা এই অনুষ্ঠানে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসীদের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এছাড়া অনুষ্ঠানে সিঙ্গাপুরের রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর শাখা প্রধান, ব্যবসায়ি কমিউনিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিবিপি প্রধান পরিচালক রাশেদুল ইসলাম সমাপনী বক্তব্যে অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্টুভাবে সমাপ্ত করতে পেরে পিবিপির সকল পরিচালক, সদস্য ও উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি আশা করেন, ভবিষ্যতে আরো সুন্দর ও উপভোগ্য অনুষ্ঠান আয়োজনের। সবার সহযোগিতার ও কামনা করে সমাপ্তি ঘোষণা করা হয়।
সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশীয় সংস্কৃতিতে যুক্ত রাখতে ২০১৪ সালে এই স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।