তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/27/photo-1459016666.jpg)
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া।
শনিবার রাতে কুয়ালালামপুরে আয়োজন করা হয় এ আলোচনা সভার।
কমিউনিটি প্রেসক্লাবের সদস্য কায়সার হামিদ হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় কোরআন তিলাওয়াত করেন প্রেসক্লাবের আরেক সদস্য শামছুজ্জামান নাঈম।
আলোচনা সভায় বক্তারা বলেন, মালয়েশিয়ায় বাস করছেন ১০ লক্ষাধিক বাংলাদেশি, যাঁরা প্রতিনিয়ত দেশে পাঠাচ্ছেন তাঁদের কষ্টার্জিত অর্থ। এই প্রেসক্লাবের সদস্যরা লেখনীর মাধ্যমে প্রতিনিয়ত প্রবাসীর সুখ-দুঃখের কথা দেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন।
এ সময় বর্তমান সময়ের আলোচিত সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যাসহ সকল হত্যা ও ধর্ষণের বিচার দাবি করেন প্রবাসী সাংবাদিকরা।
বক্তারা বলেন, শুধু তনু নয়, সারা দেশে অতিমাত্রায় বেড়ে গেছে হত্যা আর ধর্ষণ। এসব নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি সরকার করতে না পারে, তাহলে দেশের বিচার ও আইন ব্যবস্থা থেকে আস্থা হারিয়ে ফেলবে দেশের মানুষ। সরকারের উচিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শস্তি দেওয়া, তাহলে হয়তো অপরাধের মাত্রা কমবে। অন্যথায় আরো হাজারো তনুর জন্য হয়তো বা আহাজারি করবে আরো কত পরিবার।
মালয়েশিয়াপ্রবাসী সাংবাদিকরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের প্রতি এই লোমহর্ষক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার উদাত্ত আহ্বান জানান।
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাবেক সভাপতি এস এম রহমান পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য আহমেদুল কবির, আমিনুল ইসলাম রতন, বশির আহমেদ ফারুক, রফিকুল ইসলাম রফিক, মোস্তফা ইমরান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য কাজী আশরাফুল ইসলাম, মোস্তাক রয়েল, আলাউদ্দিন প্রমুখ।