স্পিকারের আমন্ত্রণে সাবের হোসেন চৌধুরীর কুয়েত সফর

কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ নওয়াব আল আহমদ আল জাবের আল সাবাহর সঙ্গে বৈঠকে ইন্টারপার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। ছবি : এনটিভি
কুয়েতের জাতীয় সংসদের স্পিকার মারজুক আলী আল ঘানেমের আমন্ত্রণে কুয়েত সফরে এলেন ইন্টারপার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। স্থানীয় সময় ২১ মে শনিবার এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে তিনি কুয়েত পৌঁছান।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আইপিইউর প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান কুয়েতের স্পিকার মারজুক আল ঘানেম, হেড অব অনারারি মিশন এমপি ফয়সাল আল সাইয়া এবং বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম মাহবুবুল আলম।
এরপর আজ ২২ মে রোববার বায়ান প্যালেসে কুয়েতে দেশটির ক্রাউন প্রিন্স শেখ নওয়াব আল আহমদ আল জাবের আল সাবাহ এবং প্রধানমন্ত্রী শেখ জাবের মোবারক আল হামাদ আল সাবাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাবের হোসেন চৌধুরী। এস এম মাহবুবুল আলম এ সময় তাঁর সঙ্গে ছিলেন।সাবের হোসেন চৌধুরী কুয়েতের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউর বিভিন্ন কার্যক্রম এবং বাংলাদেশ ও কুয়েতের দ্বিপক্ষীয় বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এরপর কুয়েত জাতীয় সংসদের মাননীয় স্পিকার আইপিইউয়ের প্রেসিডেন্টের সম্মানে প্রীতিভোজের আয়োজন করেন যাতে কুয়েতের জাতীয় সংসদের উল্লেখ্যযোগ্য এমপিসহ কুয়েত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এদিকে ২১ ও ২২ মে দুদিন সফর শেষে স্থানীয় সময় আজ রোববার রাত ৮টা ৩০ মিনিটে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে কুয়েত ত্যাগ করেন সাবের হোসেন চৌধুরী।