মোসাদ্দেক আলীকে গ্রেপ্তারে অস্ট্রেলিয়ায় প্রতিবাদ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/03/photo-1422976889.jpg)
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ সভা করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাব।
৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় আয়োজিত ওই সভায় বক্তব্য দেন প্রবাসী সাংবাদিক নেতারা। তাঁরা অবিলম্বে মোসাদ্দেক আলীর মুক্তির দাবি জানিয়েছেন।
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রেজাউল হকের সভাপত্বিতে সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি অস্ট্রেলিয়া প্রতিনিধির রাশেদ শ্রাবণ, প্রিয় অস্ট্রেলিয়া প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান, এনটিভির সিডনির সাংবাদিক সায়মন সারোয়ার, আপডেট বিডি নিউজের সহযোগী সম্পাদক ও এনএসডাব্লিউ অ্যাসোসিয়েশনের সম্পাদক আবদুল মতিন, একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি ডা. ওহাব বকুল, বাংলাদেশ ফ্রিডম পার্টির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মুন্নি চৌধুরী, ইসমাইল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা।
সভায় রাশেদ শ্রাবণ বলেন, ‘আলহাজ্ব মোসাদ্দেক আলী বাংলাদেশসহ পৃথিবীর সব বাংলাভাষী জনগণের জন্য সম্পদ। তিনি মিডিয়া, সমাজিক কার্যক্রম ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন সারা পৃথিবীব্যাপী। দরিদ্র পথশিশু, উদ্বাস্তু লোকজন, দেশের নিপীড়িত জনগণের জন্য কাজ করে যাচ্ছেন বিনা স্বার্থে। অথচ সরকারের অপরাজনীতির শিকার হয়ে গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। যা কখনো মেনে নেওয়া যায় না। আমরা আশা করব সরকার সুবুদ্ধির পরিচয় দিয়ে তাঁকে দ্রুত মুক্তি দেবে।’
এ ছাড়া মোসাদ্দেক আলীর গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন এবিসি বাংলার প্রধান সম্পাদক আবদুল মতিন, দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আলম, সাংবাদিক ও লেখক হ্যাপি রহমান, প্রিয় অস্ট্রেলিয়ার সম্পাদক শুভ আতিকুর রহমান।
গত রোববার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার সময় গুলশান কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলীকে আটক করে গোয়েন্দা পুলিশ। সোমবার রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের দক্ষিণ-পশ্চিম দিকে টঙ্গীগামী তুরাগ পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
মোরশেদা রওশন সরকার, অস্ট্রেলিয়া