সৌদির দাম্মামে বিএনপির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/30/photo-1469885173.jpg)
সৌদি আরবের দাম্মাম কেন্দ্রীয় প্রদেশ বিএনপির খোবার জেলা কমিটির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি
বর্তমান সরকারকে জুলুমবাজ ও অত্যাচারী সরকার হিসেবে অভিহিত করে সরকারের সব গণবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে দেশ-বিদেশে কঠোর সংগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রবাসী বিএনপি নেতারা।
সৌদি আরবের দাম্মাম কেন্দ্রীয় প্রদেশ বিএনপির খোবার জেলা কমিটির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রবাসী নেতারা এসব কথা বলেন।
আল খোবার জেলা বিএনপির সভাপতি তালুকদার নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রদেশ বিএনপির সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন প্রদেশ বিএনপির সাধারণ সম্পাদক এম এ কাশেম খান। বক্তব্য দেন তালুকদার সাইমন, সোহেল আহমেদ, মীর জাভেদ খান হীরোসহ অন্য নেতারা।
সভায় প্রবাসী জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
দাম্মাম, খোবার, জুবাইল, খাবজি, আবকিকসহ এর আশপাশের জেলার শত শত প্রবাসী বিএনপির নেতাকর্মী আনন্দঘন এ অনুষ্ঠানে অংশ নেন।