ফ্রান্স বিএনপির আলোচনা সভা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বিএনপির ফ্রান্স শাখা । সম্প্রতি প্যারিসের একটি অভিজাত হলে এই সভা অনুষ্ঠিত হয় ।
ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক রেজাউল করিম ও জুনেদ আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম এ তাহের, সহসভাপতি হেনু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজি জালাল খান, সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিছবাহ, সৈয়দ জালাছুর রহমান, জাহিদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক ফজলুল করিম শামিম, ফারুখ হোসেন, নারী নেত্রী শামীমা আক্তার রুবী, সারা শফি উল্ল্যা, প্রচার সম্পাদক শ্যামল দাস সানী, যুবদলের সংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি রুবেল, ওমর গাজি, বাবুল শিকদার, জাহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বিএনপিকে মুক্তিযোদ্ধার দল উল্লেখ করে বলেন, ‘১৯৭১ সালে শহীদ জিয়ার ডাকে যেভাবে মুক্তিযুদ্ধে দেশ প্রেমিকরা ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তেমনিভাবে বেগম খালেদা জিয়ার ডাকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’
বক্তরা আরো বলেন, আজ বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন। আওয়ামী লীগ অতীতের মতো দেশকে একদলীয় বাকশাল কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির নেতা-কর্মীদের নির্বিচারে হত্যা, গুম ও গ্রেপ্তার করা হচ্ছে। ১৯৭১ সালে আমরা স্বাধীন হয়েছিলাম বহুদলীয় গণতন্ত্র ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। কিন্তু আজ আমরা স্বাধীন হয়েও পরাধীন। বাংলাদেশ যদি সত্যিকারে স্বাধীন হতো তাহলে স্বাধীনতার ঘোষকের স্ত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হতো না।'