মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিএনপির প্রতিবাদ সভা
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দণ্ডের প্রতিবাদে মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে প্রতিবাদ সভা করেছে বুকিত বিনতাং প্রদেশ শাখা বিএনপি। গতকাল রোববার বিকেলে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার হোটেল সলিলের বলরুমে সভা অনুষ্ঠিত হয়।
বুকিত বিনতাং শাখা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির মোল্লা প্রতিবাদ সভা পরিচালনা করেন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল বলেন, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা এবং জিয়া পরিবারকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে, তারেক রহমানের মামলার রায় তারই স্পষ্ট প্রমাণ।
বাদলুর রহমান খান আরো বলেন, সরকার তারেক রহমানকে মামলা দিয়ে বিএনপি ও গণমানুষের বুকে আঘাত করেছে। কারণ, তারেক রহমান হচ্ছেন বাংলার গণমানুষের প্রিয় নেতা।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররাফ হোসেন, ঢাকা বিমানবন্দর থানা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান সেগুন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলম, ক্লাং বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, চেরাছ বিএনপির সহসভাপতি গিয়াস উদ্দিন, বুকিত বিনতাং শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা আজাদ, সহদপ্তর সম্পাদক মো. রাসেল, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়া, বুকিত বিনতাং শাখা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম সবুজ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি আবদুর রউফ লিটন, সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন লিটন, প্রকাশনা সম্পাদক মামুন বিন আবদুল মান্নান, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মনজু খান, মালয়েশিয়া বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, সহ-দপ্তর সম্পাদক মো. আলী আকবর, বুকিত বিনতাং শাখা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেলিম, যুবদলের সহসভাপতি বোরহান উদ্দিন তালেব, ক্লান্তান বিএনপির সহসভাপতি মিলন সরকার, দপ্তর সম্পাদক আলমগীর, আনোয়ার হোসেন সেলিমসহ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২০০৯ সালের একটি অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এ রায় প্রত্যাহারের দাবি জানান বিএনপির নেতারা।