অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের প্রথম অনলাইন টিভি চালু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/01/photo-1470052124.jpg)
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রথম অনলাইন টেলিভিশন ‘বাসভূমির’ যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সিডনির রকডেলের কস্তুরি ফাংশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়েছিল ওই অনুষ্ঠান।
বাসভূমি অনলাইন টেলিভিশন উদ্বোধন করেন স্থানীয় রাজনীতিবিদ এবং ব্যবসায়ী শাহে জামান টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান ইসরাফিল আলম এমপি। বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই উৎসবে বাসভূমি টিভির কর্ণধার আকিদুল ইসলাম জানান তাঁর হারিয়ে যাওয়া ১৩ বছরের ইতিহাস।
আকিদুল ইসলাম জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটি ছাড়াও বাসভূমি টিভিতে থাকবে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুষ্ঠান। বাসভূমি অনলাইন টিভিতে খবর বিনোদন, টকশো ছাড়াও থাকবে কমিউনিটির তরুণ প্রজন্মকে নিয়ে রিয়েলিটি প্রোগ্রাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক রূচি আকিদ, অনুষ্ঠান প্রধান প্রভাত হাসানসহ টেলিভিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।