মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ঈদ পুনর্মিলনী
মালয়েশিয়ার রাওয়াং এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন সেলাঙ্গর’-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার কুয়ালালামপুরের কাছে রাওয়াং দেওয়ান এমপিএস মিলনায়তনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় গোটা এলাকা যেন পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়।
বেশির ভাগ প্রবাসী সপরিবারে অনুষ্ঠানে যোগ দেয়। পরে সেখানে এক পারিবারিক পরিচিতি সভা হয়। ব্যবসায়ীরা মঞ্চে উঠে পরিবারের সদস্যদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
ছোটদের গান, কবিতা ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুন বিন আব্দুল মান্নান।
অনুষ্ঠানে আগত অতিথি হিসেবে যোগ দেন মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাবলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররাফ হোসেন, সহসাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, আব্দুল্লাহ আল মামুন লিটন, ব্যবসায়ী মোহাম্মদ আকতার, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ কুদরত, মোহাম্মদ তাহের, মোহাম্মদ জাকির, মোহাম্মদ মুখলেস, মোহাম্মদ আমান, সারোয়ার, জাজ মিয়া, আবু সায়েম, রনি, মজিবুরসহ অন্যরা।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ শাহাজান, আব্দুর রহমান, আবু ইউসুফ সেলিম, হাজি ওবায়দুল হক, নুরুল ইসলাম নুরু, মোস্তাফিজুর রহমান সেন্টু, মোহাম্মদ শাহজালাল, নাসির উদ্দিন নাসির, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ মিল্টন, নূর আফসার, মোস্তাফা মিলনসহ স্থানীয় কয়েকজন রাজনীতিবিদ এবং সাংবাদিক। অনুষ্ঠানের স্পন্সর ছিল প্রমি কোম্পানি।