লন্ডনে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপি এ সভার আয়োজন করে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য বিএনপির নেতা অধ্যাপক এম ফরিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, তাজউদ্দিন, কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, সহসাংগঠনিক সম্পাদক মশাহিদ আলী, জ্যেষ্ঠ সদস্য মিসবাউজ্জামান সোহেল, লন্ডন মহানগর বিএনপির সদস্য সচিব আবেদ রাজা, যুক্তরাজ্য বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক সরফরাজ আহমেদ সরফু, সদস্য আরিফ মাহফুজ, জাসাস যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ সালাম, মহিলা দল যুক্তরাজ্য শাখার আহ্বায়ক ফেরদৌস রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে এম এ মালেক বলেন, ‘১/১১ সময় থেকেই শহীদ জিয়াউর রহমান ও বিএনপি পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র শুরু হয়েছিল। তা আজও অব্যাহত আছে। কিন্তু জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক জনতা এই ষড়যন্ত্র কোনোদিনই বাস্তবায়িত হতে দেবে না।’
আলোচনা সভায় অন্যদের উপস্থিত ছিলেন মাওলানা শামীম, তৈয়বুর রহমান হুমায়ুন, শেখ তারিকুল ইসলাম, লন্ডন মহানগর বিএনপির সদস্য ফয়সল আহমেদ, খালেদ চৌধুরী, নজরুল ইসলাম মাসুক, আবদুল গফফার, সৈয়দ জিয়াউর রহমান, ইফতেখার আহমেদ রুবেল, তোফায়েল হোসাইন মৃধা, স্বেচ্ছাসেবক দল সহসভাপতি তুরন মিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আকমল হোসেন, জাহেদ তালুকদার, জাহিদুর রহমান জাহিদ, কামাল মিয়া, ফিরোজ আলম, সুহেদুল হাসান, মো. মোশারফ হোসেন, সাবেক ছাত্রদল নেতা শফিউল আলম মুরাদ প্রমুখ।