হৃদয়ে চে গেভারা মনির আহমদ, সিঙ্গাপুর ১১:২১, ১১ অক্টোবর ২০১৬ মনির আহমদ, সিঙ্গাপুর ১১:২১, ১১ অক্টোবর ২০১৬ পৃথিবীতে চে'র ছোঁয়া আছে বলেই সবুজের সমাগম হয়, ফুল ফোটে বাতাসে ফুলের গন্ধ ভাসে, সেখানে লেনদেন হয় ধনী-গরিবের শ্বাসপ্রশ্বাস। দু'পৃষ্ঠার পতাকায় যত স্বাধীনতা ওড়ে যত স্বপ্নের কথা হয়, যত জলচোখ হাসে এর সবকিছুর সমষ্টির নাম হচ্ছে চে গেভারা।