মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জমকালো পরিবেশনা
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশি স্টুডেন্টস নাইট (বিএসএন)।
দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী এবং পেশাজীবীদের উদ্যোগে গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ইউনিভার্সিটি মালায়ার দেওয়ান টুঙ্কু চ্যান্সেলর হলে এটি অনুষ্ঠিত হয়।
উম্মুল ওয়ারা অশ্রু, নাজিফা হোসাইন সৃষ্টি ও মাইনুল হকের প্রাণবন্ত উপস্থাপনায় আবহমান বাংলার কালজয়ী গানের সঙ্গে মনমাতানো নাচে হলভর্তি দর্শককে মাতিয়ে রাখেন মালয়েশিয়ার বিভিন্ন বিশবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশি স্টুডেন্ট নাইটে অংশ নেয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালায়া, টিম স্পেকট্রা, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, জেস্ট ব্র্যান্ড, সেগি, হেল্প ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি কালচারাল দলের শিল্পীরা।
বিএসএনের পরিচালক রাশিক হায়দারের স্বাগত বক্তব্যের পর কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের লেবার কাউন্সিলর সাইদুর ইসলাম মুকুল তাঁর বক্তব্যে বাংলাদেশের গৌরবময় ইতিহাস তুলে ধরেন।
বিশেষ অতিথি মালায়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী উপাচার্য কামিলা গাজালি বাংলাদেশি কৃতী শিক্ষার্থী মালায়ার মানসুর সাফি (আন্ডারগ্র্যাজুয়েট), আইইউকেএলের শিক্ষার্থী আলভী তাবাসছুম সৃষ্টি (স্নাতকোত্তর), ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার মোহাম্মদ তারেক রহমান, ইউনিভার্সিটি মালায়ার মোহাম্মদ মেহেদী মাসুদ, ফ্লিম মেকিং ক্যাটাগরিতে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার কৃতী শিক্ষাথী এম এইচ এম মুবাশ্বির, এশিয়ার সেরা বিতার্কিক ইসলামী ইউনিভার্সিটি মুবারাত ওয়ার্সির হাতে 'বিএসএন অ্যাওয়ার্ড' তুলে দেন।
পরে মালয়েশিয়ার বাংলাদেশি শিক্ষার্থীরা ফতুয়া, লুঙ্গি, মাথায় গামছা ও গ্রামীণ চেকের শাড়িতে মঞ্চে ওঠেন। ‘বাজে রে বাজে রে বাজে বাংলাদেশের ঢোল’ গানের তালে নাচ দিয়ে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশের পতাকার রঙের আদলে লাল-সবুজে গড়া মঞ্চ আর বাংলা গানের সঙ্গে ছিল নাচ। মেয়েদের সাজে ছিল শাড়ি আর ছেলেদের গায়ে ছিল লুঙ্গি, পাঞ্জাবি। মাথায় ছিল গামছা। শিক্ষার্থীদের হাতে ছিল একতারা, দোতারা। কারো কারো হাতে আবার লাল-সবুজ পতাকা। সবকিছু মিলে মালয়ার দেওয়ান টুঙ্কু চ্যান্সেলর হল একখণ্ড বাংলাদেশ পরিণত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যাওয়া ব্যান্ডদল 'শিরোনামহীন' গান গেয়ে মুহূর্তের মধ্যে ছাত্রছাত্রীদের মাতিয়ে রাখে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় টিভিব্যক্তিত্ব নাট্য অভিনেতা মোশাররফ করিম।
মিডিয়া পার্টনার ছিল দেশের প্রথম অটোমেশনভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি) ।
অনুষ্ঠান সার্বিক সহযোগিতা করেন মালয়েশিয়া বাংলা স্কুল রেড অ্যান্ড গ্রিনের পরিচালক সারাহ তানভী ও সয়েদ মিনহাজুর রহমান।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আয়োজক রাশিক আদিত হায়দার, প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ সৈকত হোসেন, স্টেজ ম্যানেজার লিমন খান, স্টেজ কো-অর্ডিনেটর আইনুল ইসলাম সাকিব, সেক্রেটারি ইয়ানা ইউসুফ, সরকার মোহাম্মদ জাইয়েদি জামান আজিজি বিরবাল, জেবেল আল তারেক, হেড অব সিকুরিটি নুসরাত নাহার রেশমি, পারফর্ম ম্যানেজার উম্মুল ওয়ারা অশ্রু, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ মহসিন, টেকনিক্যাল ইনচার্জ আজমেরী তাবাসসুম লিখন।
বাংলাদেশ স্টুডেন্ট নাইট সম্পর্কে সয়েদ মিনহাজুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, এটি বিএসএনের পঞ্চম আসর। বাংলাদেশি সংস্কৃতি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতেই মূলত বিএসএনের এই প্রচেষ্টা।