সিঙ্গাপুরে 'পরবাসীকথা'র মোড়ক উন্মোচন
আজ রোববার বিকেল ৪টায় সিঙ্গাপুরে ন্যাশনাল গ্যালারিতে মোড়ক উন্মোচন হতে যাচ্ছে কবিতা সংকলন পরবাসীকথা'র।
সিঙ্গাপুরপ্রবাসী বাঙালি ১৮ জন কবির ২৮টি বাংলা কবিতা ও ইংরেজি অনুবাদসহ বইটির যৌথভাবে সম্পাদনা করেছেন জাকির হোসেন খোকন ও মনির আহমদ।
ধ্রুব এষের প্রচ্ছদে বাংলাদেশের বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের মুখবন্ধ লিখেছেন সিঙ্গাপুরের স্বনামধন্য কবি এলভিন প্যাং। সবকটি কবিতার ইংরেজি অনুবাদ করেছেন ভারতীয় বাঙালি দেবব্রত বসু।
অনুষ্ঠানের মূলপর্বে থাকছে অভিবাসী শ্রমজীবীদের কবিতার প্রতিযোগিতার তৃতীয় পর্ব।
সাত ভাষায় ৭৮ জন কবি থেকে চূড়ান্ত পর্বে নির্বাচিত হওয়া ১৬ জন নিজ ভাষায় স্বরচিত কবিতা পড়বেন, সঙ্গে থাকবে ইংরেজি অনুবাদ।

মনির আহমদ