সৌদি আরবে কৃতিত্ব অর্জনকারী ২৬ এসএসসি শিক্ষার্থীকে সংর্বধনা

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২৬ বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির।
লেবার কাউন্সিলর আরিফুর জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, প্রথম সচিব এ এস এম সায়েম, পাসপোর্ট ও ভিসা কনসাল আবু লাইস, কার্যালয় প্রধান মেহবুব জামান ও সোনালী ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন চ্যানেলের গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্কুলের কৃতি ছাত্র-ছাত্রী ও তাদের শিক্ষকরা অনুভূতি ব্যক্ত করেন।
সংর্বধনা অনুষ্ঠানে কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির শিক্ষার্থীদেরকে উচ্চতর ও কারিগরি শিক্ষায় মনোযোগী হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
মিয়া মোহাম্মদ মইনুল কবির আরও বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের আলোকবর্তিকা, যারা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, দেশ গঠনে ভূমিকা রাখবে। ২০২৪ এর জুলাই আগস্ট এবং ইতোপূর্বে বিভিন্ন আন্দোলনে তরুণদের অসামান্য ভূমিকার কথা উল্লেখ করে তিনি ছাত্রছাত্রীদের বাংলাদেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।