পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ১০ জানুয়ারি

আগামী ১০ জানুয়ারি সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ইব্রাহিম খলিল।
সভার সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম শহীদুল্লাহ্, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ড. ফারুক আহাম্মদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রিন্সিপাল অধ্যাপক সিরাজ উদ্দিন আহমাদ, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অর্থ) ড. পিয়ার মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।