আপনার জিজ্ঞাসা
স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশতের ধারণা কি ঠিক?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৮৬তম পর্বে ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ কথাটা সত্য কি না, সে সম্পর্কে টেলিফোনে জানতে চেয়েছেন জাফর। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’—কথাটি কতটুকু সত্য?
উত্তর : ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’—এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এটি মিথ্যা কথা। এটি একটি প্রচলিত প্রবাদের মতো। আমরা এই প্রবাদ নিয়েছি মূলত এই স্বামী শব্দ থেকেই। আবার ওই সংস্কৃতি থেকে, যে সংস্কৃতিটা আমরা চর্চা করে আসছি।
আসলে স্বামী শব্দটাই শুদ্ধ নয়। যদিও বলতে পারেন যে, নতুন আরেকটি বক্তব্য দিচ্ছি। বলছি, কারণ স্বামী অর্থ হচ্ছে অধিপতি বা মালিক। কিন্তু ওই ব্যক্তি আসলে তাঁর স্ত্রীর মালিক নন। সুতরাং এই শব্দটাই মূলত শুদ্ধ নয়। এই শব্দটা আমরা যেখান থেকে নিয়েছি, এই বক্ত্যটাও আমরা ঠিক সেখান থেকেই নিয়েছি।
শুদ্ধ হচ্ছে, কোরআনে কারিমের মধ্যে ব্যবহার করা হয়েছে ‘জয়ৌজ’ শব্দটি। ‘জয়ৌজ’ শব্দটি ‘জোড়া’, ‘স্পাউস’, ‘সহপাঠিনী’, ‘সহধর্মিণী’ এ ধরনের অর্থে ব্যবহার করা হয়েছে। স্বামী শব্দটা মূলত আমরা সংস্কৃতির জায়গা থেকে নিয়েছি। এর ব্যবহারটাই মূলত শুদ্ধ নয়।
সুতরাং ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ কথাটি শুদ্ধ নয়, ভুল। এটি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি।