৯ ডিসেম্বর আখেরি চাহার সোম্বা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/12/photo-1447348930.jpg)
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) মোহররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী (১৪ নভেম্বর) শনিবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে।
এই পরিপ্রেক্ষিতে, আগামী ২৬ সফর ১৪৩৭ হিজরি, ২৫ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ, ৯ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ বুধবার সারাদেশে আখেরি চাহার সোম্বা পালিত হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বার্তা সংস্থা বাসস জানায়, এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ঢাকা জেলার এডিসি মো. জসিম উদ্দিন ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ১৪৩৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।