আপনার জিজ্ঞাসা
তাহাজ্জুদ নামাজের সঠিক সময় কখন?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
পবিত্র রমজান উপলক্ষে আপনার জিজ্ঞাসার প্রথম পর্বে মৌলভীবাজার থেকে মো. আলী আকবার টেলিফোনে তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক সময় সম্পর্কে জানতে চেয়েছেন। অনুলিখনে ছিলেন সজীব খান।
প্রশ্ন : তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক সময় কখন?
উত্তর : তাহাজ্জুদ নামাজের সময় মূলত রাতের শেষ প্রহর। শেষ প্রহর বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝানো হয়েছে। এই শেষ তৃতীয়াংশ থেকে ফজর নামাজের আগ পর্যন্ত এ সময় থাকবে। এটা শুরু হবে আপনি ঘুম থেকে ওঠার পর থেকে ফজর নামাজের আগ পর্যন্ত। দুই রাকাত, দুই রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। তবে এশার নামাজ আদায় করার পর যখন আপনি ঘুমিয়ে যাবেন, এরপর যখনই জেগে উঠবেন তখন থেকে তাহাজ্জুদ শুরু করবেন। আর তা ফজর নামাজের আগ পর্যন্ত পড়তে পারবেন।