আপনার জিজ্ঞাসা
পরীক্ষার কারণে কি রোজা ছাড়া যাবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের তৃতীয় পর্বে পরীক্ষার সময় রোজা ছাড়া যাবে কি না, সেই বিষয়ে ফরিদপুর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন নওশিন।। অনুলিখনে ছিলেন মুন্সী আব্দুল কাদির।
প্রশ্ন : আমরা যারা ছোট, তাদের মা-বাবা অনেক সময় পরীক্ষার কারণে রোজা থাকতে দেন না। এটা কি ঠিক?
উত্তর : না। সালফেস সালেহিনের আমল হচ্ছে ছোটদের তারা সিয়াম পালন করার জন্য উৎসাহিত করতেন। এটা সাহাবিদের আমল দ্বারাও সাব্যস্ত হয়েছে। বরং ছোটদের অবস্থা এমন যে, তারা বয়সে ছোট হওয়ার কারণে বা বয়স সাত বছরের নিচে হওয়ার কারণে ক্ষুধায় যে কষ্ট পেত, তাদের সে কষ্ট ভোলানোর জন্য বিভিন্ন ধরনের খেলনা তাদের দেওয়া হতো, যাতে করে তারা কষ্ট ভুলে যেত। তাই এটা মূলত সালফেস সালেহিনের আমল সিয়ামের ব্যাপারে। এটা শুধু সিয়ামের ব্যাপারে।
আর রমজানের সিয়াম যখন হবে, সেটা তো ফরজ সিয়াম। সে ক্ষেত্রে ছোট বলতে আপনি যদি বোঝান এমন যে, যার বয়স সাত এর ওপরে হয়ে গেছে, তাকে সিয়াম পালনে তাগিদ দেওয়া হচ্ছে ইসলামের নির্দেশনা। তাই সিয়াম পালনের জন্য তাদের তাগিদ দিতে হবে।