আপনার জিজ্ঞাসা
বিতরের নামাজে দ্বিতীয় রাকাতে বসতে হবে কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৫০তম পর্বে বিতরের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে ই-মেইলে জানতে চেয়েছেন আজিজ হাজি। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : বিতরের নামাজ তিন রাকাত। দ্বিতীয় রাকাতে কি বসব, নাকি দাঁড়িয়ে যাব? নাকি বসে তাশাহুদ পড়ব?
উত্তর : বিতরের নামাজ হচ্ছে মূলত রাতের নামাজ। রাতের নামাজগুলো বিজোড় করার জন্য রাসূল (সা.) অনেক পদ্ধতির কথা উল্লেখ করেছেন। তার মধ্যে এক রাকাতের মাধ্যমে বিতর পড়তে পারেন; তিন রাকাত, পাঁচ রাকাত, সাত রাকাত এবং নয় রাকাতের মাধ্যমেও পড়তে পারেন। আপনি যদি বিতর পড়তে চান, সেটিকে আপনি একাধিক পদ্ধতির মাধ্যমে পড়তে পারবেন। সে সুযোগ আছে। এক রাকাতের মাধ্যমেও বৈধ, তিন রাকাতের মাধ্যমেও বৈধ। আপনি যদি তিন রাকাতের মাধ্যমে পড়তে চান, তাহলে আপনার জন্য দুটি পদ্ধতি সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে।
একটি হচ্ছে, আপনি দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য বসবেন না, দাঁড়িয়ে যাবেন। একেবারে তৃতীয় রাকাতে গিয়ে বসবেন। মাঝখানে তাশাহুদের জন্য বসবেন না। এটি সহিহ আমল।
দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য আপনি বসবেন। তাশাহুদ, দরুদ, দোয়া মাছুরাসহ তাশাহুদ শেষ করে ডানে-বাঁয়ে সালাম ফেরাবেন এবং দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন। এভাবে তিন রাকাত আদায় করতে পারেন। এটি আবদুল্লাহ বিন ওমর (রা.) থেকে বর্ণিত সহিহ হাদিসের সহিহ আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। এক রাকাতের পদ্ধতির মধ্যে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। ফলে তিন রাকাতের সহজ পদ্ধতি আমরা এখানে উল্লেখ করলাম।