আপনার জিজ্ঞাসা
সিরিয়ালে শিরক দেখলে কি শিরক করা হয়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ১১তম পর্বে টেলিভিশন সিরিয়ালে শিরকের দৃশ্য দেখলে শিরক করা হয় কি না, সে সম্পর্কে মগবাজার থেকে টেলিফোনে জানতে চেয়েছেন শাহিদা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমাদের কিছু স্বজন, বিশেষ করে যাঁরা একটু বয়স্ক, তাঁরা কিছু টেলিভিশন সিরিয়াল দেখেন, যে সিরিয়ালগুলোতে শিরক দেখানো হয়। এ ধরনের সিরিয়াল দেখলে কি নিজেরও শিরক করা হয়?
উত্তর : দৃশ্য দেখার কারণে সে মুশরিক হবে না বা তিনি শিরকে লিপ্ত হলেন না। তবে তিনি এর জন্য বড় ধরনের গুনাহগার হবেন। এতে কোনো সন্দেহ নেই। তবে এই কাজ সম্পর্কে তাঁর যে চিন্তাচেতনা, সেখানে বড় ধরনের বিকৃতি আসতে পারে। কারণ, এ দৃশ্য দেখতে দেখতে একপর্যায়ে তিনি মনে করতে পারেন যে, এই কাজগুলো হয়তো গ্রহণযোগ্য। তাঁর আকিদাগত বিভ্রান্তিও তৈরি হতে পারে। তাই সতর্কতা অবলম্বন করা ওয়াজিব। কিন্তু এর মাধ্যমে তিনি মুশরিক হয়ে যাবেন না।