আপনার জিজ্ঞাসা
ভূমিকম্পের সময় ইসলামমতে কী করতে পারি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৬৫তম পর্বে শরিয়াহ অনুসারে ভূমিকম্পের সময় কী করণীয়, সে সম্পর্কে চিঠিতে ময়মনসিংহ থেকে জানতে চেয়েছেন আবদুল কাইয়ুম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ভূমিকম্পের সময় আমরা কী করলে পরিপূর্ণ তাওয়াক্কুলের পরিচয় দিতে পারি?
উত্তর : তাওয়াক্কুলের পরিচয় হচ্ছে ভূমিকম্পের সময় আল্লাহু রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করা। সেটা হলো তওবা, ‘আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি’ এটি পড়া যেতে পারে। ‘লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লাহবিল্লাহ’ এটিও কেউ কেউ পড়ার কথা বলেছেন।
এখানে তাওয়াক্কুলের ভেতর মৌলিক বিষয় হচ্ছে, অস্থির না হওয়া, ধৈর্য ধারণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে প্রত্যাবর্তন করা। এটি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য পরীক্ষা। এই উপলব্ধি নিজের মধ্যে জাগ্রত করা, এটিই হচ্ছে এখানে মূল বিষয়।