আপনার জিজ্ঞাসা
নারী, পুরুষের নামাজে পার্থক্য আছে কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ১৬তম পর্বে নারী ও পুরুষের নামাজের পার্থক্য আছে কি না, সে বিষয়ে টেলিফোনে জানতে চেয়েছেন এক নারী। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : নারী-পুরুষের নামাজে পার্থক্য আছে কি?
উত্তর : না। নারী ও পুরুষের সালাতের মধ্যে রাসূল (সা.) কোনো পার্থক্য করেননি। এই মর্মে রাসূল (সা.)-এর কোনো হাদিস কোথাও উল্লেখ করা হয়নি।
বরং রাসূল (সা.) হাদিসের মাধ্যমে যে নির্দেশনা দিয়েছেন, তা হচ্ছে, ‘তোমরা সালাত আদায় করো, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ।’
এই নির্দেশনা নারী ও পুরুষের জন্য সমান। তাই এ ক্ষেত্রে যে পার্থক্য করা হয়ে থাকে, সে পার্থক্যটুকু নিছক ইশতেহাদ বা গবেষণা। এটি দলিল বা ওহিনির্ভর নয়। ফলে এই পার্থক্য করাটা উচিত নয়।
এর জন্য মূলত সুস্পষ্ট দলিল হচ্ছে, আল্লাহর নবী (সা.)-এর নারী সাহাবিয়াতের সালাত। যাঁরা নারী সাহাবি ছিলেন, তাঁরা কেউ এই পার্থক্যের কথা উল্লেখ করেননি। বিশেষভাবে যদি পার্থক্য থাকত, অবশ্যই নবী (সা.) থেকে তাঁরা এই বিষয়টি উল্লেখ করতেন।