আপনার জিজ্ঞাসা
রাগের বশে তালাক দিলে কি তা কার্যকর হয়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার ১৭তম পর্বে স্ত্রীর মাসিক চলাকালীন সময়ে রাগের বসে তালাক দিলে তা কার্যকর হয় কি না, সে সম্পর্কে মীরপুর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন রেজা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : মহিলাদের মাসিক চলাকালে যদি জেদ করে, অনেক বেশি রাগান্বিত হয়ে তিন তালাক দেয়, তাহলে কি সেটা কার্যকর হবে?
উত্তর : এত রাগ করেন কেন? আর রাগ করে তিন তালাকও দেন কেন? এখানে অনেক ভুল আছে। সেটা হচ্ছে এই যে, আমরা তালাকের বিধানগুলো সম্পর্কে জানি না, তালাক নিয়ে আমরা উপহাস করি, বিদ্রুপ করি।
যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হতো তাহলে এসব তালাক দানকারীর কঠিন শাস্তি হতো। অনেকে তালাককে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটি খুবই বিদ্রুপাত্মক কাজ।
ইসলামের মধ্যে তালাক সহজ বিষয় না। তাই তালাক নিয়ে যিনি উপহাস করেছেন, তাঁর উচিত হচ্ছে এগুলো থেকে সতর্ক হওয়া।
তবে যেহেতু তিনি একসাথে তিন তালাক দিয়েছেন, বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী তাঁর এটি এক তালাক হিসেবে বিবেচিত হবে। ইচ্ছে করলে, চাইলে উনারা ঘর-সংসার করতে পারবেন।