আপনার জিজ্ঞাসা
ইমাম পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখলে নামাজ কি সঠিক হবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ১৭তম পর্বে ইমাম পাঞ্জাবির হাতা গুটিয়ে নামাজ পড়ালে নামাজ হবে কি না, সে সম্পর্কে চট্টগ্রাম থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মো. রহমান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ইমাম সাহেব নামাজ পড়ানোর সময় যদি পাঞ্জাবির হাতা গুটিয়ে নামাজ পড়ান, তাহলে কি আমাদের নামাজ হবে?
উত্তর : সালাত হয়ে যাবে। কিন্তু এ কাজটি রাসূল (সা.) সহিহ বুখারি হাদিসের মধ্যে নিষেধ করেছেন। এটি নিষিদ্ধ কাজ।
পাঞ্জাবির হাতা ছেড়ে দিতে হবে, এটাকে গোটানো যাবে না। কারণ, এটি গোটানো জায়েজ নেই। রাসূল (সা.) নিষেধ করেছেন, ‘আমরা আমাদের কাপড়কে এইভাবে গুটিয়ে রাখতাম না।’
তাই এ কাজটা যদি কেউ করে থাকেন, তিনি ভুল করছেন। এ কাজটি সুন্নাহ পরিপন্থী কাজ। তিনি পাঞ্জাবি অথবা জামা যেটাই হোক না কেন, সেটার হাতা ছেড়ে দেবেন।
এটাকে গুটিয়ে রাখা সুন্নাহ পরিপন্থী কাজ। এ কাজটি উচিত নয়।