আপনার জিজ্ঞাসা
মা-বাবার জানাজা ছেলে পড়ানোর ফায়দা কী?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ১৭তম পর্বে মা-বাবার মৃত্যুর পর ছেলে জানাজা পড়ালে কেয়ামতে কোনো ফায়দা পাওয়া যাবে কি না, সে সম্পর্কে ঢাকার ডেমরা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন হাফিজ উদ্দিন। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : পিতা-মাতা যদি মৃত্যুবরণ করে, সেই সংসারে যদি উপযুক্ত ছেলে পিতা-মাতার জানাজা দেয়, সে ক্ষেত্রে কাল কেয়ামতের ময়দানে কোনো ফয়সালা নিহিত আছে কি না।
উত্তর : পিতা-মাতার জানাজা দেওয়ার ক্ষেত্রে আয়োজন করা নাকি নিজে পড়া। সেটা আপনি ব্যাখ্যা করলেন না। তবে পিতা-মাতার ওলি হচ্ছে ছেলে এবং সুন্নাহ হচ্ছে ছেলেই জানাজার সালাত পড়াবে, যদি সে উপযুক্ত হয়।
আর যদি নিজের সন্তান জানাজার সালাত পড়ান, সে ক্ষেত্রে বলা যায় তিনি ওলি হিসাবে তার হকটুকু আদায় করতে পেরেছেন। এটাই তার স্বার্থকতা। সুতরাং এটি ভালো কাজ। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
আর অতিরিক্ত কোনো ফায়দার বিষয়টি রাসুল (সা.)-এর কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। অর্থাৎ এর মাধ্যমে জান্নাত পেয়ে যাবে বা এর মাধ্যমে তার কবরের আজাব মাফ হয়ে যাবে, এ ধরনের কোনো ফায়দার কথা বা এ ধরনের কোনো উপকারিতার বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-এর কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি।