আপনার জিজ্ঞাসা
কোরআন তিলাওয়াতের সময় নারীদের মাথায় কাপড় দিতে হবে কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৭৩তম পর্বে কোরআন তিলাওয়াতের সময় নারীদের মাথায় কাপড় দিতে হবে কি না, সে সম্পর্কে ইউনাইটেড স্টেটস থেকে ই-মেইলে জানতে চেয়েছেন নীলুফা বেগম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : Do women need to cover their head while reading the Quran or its translation? (কোরআন শরিফ তিলাওয়াত বা এর অনুবাদ পড়ার সময় নারীদের মাথায় কাপড় দিতে হবে কি?)
উত্তর : না। কোরআন তিলাওয়াতের জন্য মূলত মাথায় কাপড় দিতে হবে বা স্কার্ফ ব্যবহার করতে হবে, এই মর্মে কোনো বিধান নেই। তবে এটা শারীরিক সৌন্দর্য এবং আদবের মধ্যে পড়তে পারে, কারণ তিনি কোরআন তিলাওয়াত করছেন। কোরআন সুন্দরভাবে তিলাওয়াত করবেন, এটাই হওয়া উচিত। কিন্তু এটি বাধ্যতামূলক বিষয় না।
স্বাভাবিকভাবে কোরআন তিলাওয়াত করতে কোনো নিষেধাজ্ঞা নেই।
আমাদের মনে রাখতে হবে, সালাতের বিধান এবং কোরআন তিলাওয়াতের বিধান এক নয়।