আপনার জিজ্ঞাসা
নিজে নিজে সালাত আদায় করলে কি একামত দিতে হবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৭৫তম পর্বে নিজে নিজে সালাত আদায়ের ক্ষেত্রে একামত দেওয়া জরুরি কি না, সে সম্পর্কে ইমেইলে জানতে চেয়েছেন তানজিদ বিন সাঈদ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : মাঝে মাঝে বিভিন্ন কারণে আমাদের জামাতে সালাত আদায় করা সম্ভব হয় না। তাই নিজে নিজে সালাত করে নিতে হয়। আমার প্রশ্ন হলো, নিজে নিজে সালাত আদায়ের ক্ষেত্রে ফরজ সালাতের আগে একামত দেওয়া কি জরুরি?
উত্তর : জরুরি বলতে ফরজ বা ওয়াজিব নয়। তবে সুন্নাহ। যদি কেউ একামত দিয়ে সালাত আদায় করেন তাহলে সুন্নাহ হচ্ছে একামত দিয়ে শুরু করা।
আর আপনি সালাতের যে নিয়মের কথা বলেছেন, সেটা শুদ্ধ নয়। খেয়াল রাখতে হবে সালাত আলাদায়ের কোনো ধরন নেই। কারণ আল্লাহ সুবহানাহু তায়ালা কোরআনের মধ্যে বলেছেন, ‘তোমরা রুকুকারীদের সাথে রুকু কর, তোমরা সালাত কায়েম কর।’
সালাতের সঙ্গে মূলত আল্লাহ সুবহানাহু তায়ালা যেসব শব্দ ব্যবহার করেছেন, প্রত্যেকটি শব্দের নির্দেশনা হলো এই, এর মাধ্যমে আমরা তালিম নিতে পারি বা এখান থেকে এটা বোঝা যায় যে, সালাত আদায়ের ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে জামাতের সঙ্গে আদায় করা। এর কোনো আলাদা ধরন নেই। আমরা কল্পিত একটা ধরন আবিষ্কার করেছি।
রাসুল (সা.) শুধু অনুমোদন দিয়েছেন, যারা আসাবুল আদার, তাঁদের জন্য। আসাবুল আদার হচ্ছে যাদের ওজর আছে শুধু ওই সব ব্যক্তির জন্য। যেমন—অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি যারা সফরে আছেন অথবা ওই ব্যক্তি যার জামাতে অংশগ্রহণের কোনো ভয় রয়েছে, মসজিদে যাওয়ার মতো অবস্থা তাঁর নেই। যে ওজরগুলো রয়েছে সে ওজরগুলো ছাড়া অসুস্থ না হলে অথবা ভয়ের কোনো শঙ্কা না থাকলে তার উচিত হবে জামাতে অংশগ্রহণ করা।