আপনার জিজ্ঞাসা
দুই সেজদার মধ্যে কি আঙ্গুল ইশারা করতে হবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৭৫তম পর্বে দুই সেজদার মাঝে বসেও শাহাদাত আঙুল নাড়াতে হবে কি না, সে সম্পর্কে দক্ষিণ দনিয়া, নূরপুর, ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : দুই সেজদার মাঝে যখন বসে দোয়া পড়ব, তখন দৃষ্টি কোথায় থাকবে? শাহাদাত আঙুল কি তখনো নাড়াতে হবে?
উত্তর : দৃষ্টির ব্যাপারে বলা হয়েছে যে, ‘তার আঙুলের যে ইশারা রয়েছে, সে ইশারা অতিক্রম করবে না’। তিনি যেই শাহাদাত আঙুল দিয়ে যে ইশারা করবেন সে ইশারা অতিক্রম করবে না। ইশারা যদি অতিক্রম না করে তাহলে তার দৃষ্টিটা নিবদ্ধ হবে একেবারেই তাঁর আঙুলের মধ্যেই। আঙুলের যে সীমা রয়েছে তার মধ্যেই দৃষ্টিটা নিবন্ধ হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এর বাইরে তিনি দৃষ্টি দিতে পারবেন না।
আসলে এই দৃষ্টিটাকে নিবদ্ধ করা হয় মনোযোগটাকে সালাতের মধ্যে নিবিড় করার জন্য। একজনের দৃষ্টি যদি ডান-বাম করে, কোনোদিন তাঁর মনোযোগ ঠিক থাকবে না। ফলে সালাতের মধ্যে যত বেশি দৃষ্টি তাঁর এদিক সেদিক হবে, তত বেশি সালাতের মনোযোগ হারিয়ে যাবে, সালাতের মধ্যে তিনি সুন্দরভাবে কেরাত, জিকির, তাশাহুদ, দোয়া ইত্যাদি যেগুলো করা দরকার সেগুলো সালাতের মধ্যে করতে পারবেন না। এ জন্য মূলত দৃষ্টিটা নিবদ্ধ করে দেওয়া হয়েছে।
আর যখন শাহাদাত আঙুল দিয়ে ইশারা করবেন, ‘আঙুলটা নাড়াবেন এবং এর দ্বারা ইশারা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহিদের’, রাসুল (সা.)-এর হাদিস দ্বারা সেটি সাব্যস্ত হয়েছে। তাই আপনি যখনই দোয়া করবেন, তখনই ইশারা করবেন এবং আঙুল নাড়াবেন।