বৃষ্টি দিয়ে শুরু ঈদ

বৃষ্টি দিয়ে শুরু হয়েছে রাজধানী ঢাকার ঈদ। ভোর থেকেই রাজধানীর আকাশে ছিল কালো মেঘ। ভোর সাড়ে ৬টার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু। যত সময় গিয়েছে, বেড়েছে বৃষ্টির পরিমাণ।
আর বৃষ্টির মধ্যেই অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত। সকাল ৮টায় শুরু হয় ওই জামাত। রাষ্ট্রপতি আবদুল হামিদ ওই জামাতে অংশ নেন। তাঁর পাশেই ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
বৃষ্টির মধ্যেই দূর-দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে চলে আসেন জাতীয় ঈদগাহে। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে একে অপরের মঙ্গল কামনা করেন। তখনো আকাশ কালো। আর পড়ছে বৃষ্টি।
জাতীয় ঈদগাহের এ নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
এর আগে সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সকাল ৭টার পর বায়তুল মোকাররম মসজিদে আরো চারটি জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ুর রহমান খান, তৃতীয় জামাতে মহাখালী হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম আল মারূফ, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাফেজ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ইমামতি করেন।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মুসল্লিদের সুবিধার্থে বায়তুল মোকাররমে পর্যাপ্ত পানি ও নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।