আপনার জিজ্ঞাসা
মুরগি ধরলে কি অজু নষ্ট হয়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৭৬তম পর্বে মুরগি ধরলে অজু নষ্ট হবে কি না, সে সম্পর্কে ঝিনাইদহ থেকে ইমেইলে জানতে চেয়েছেন মো. জাহিদ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : অজু অবস্থায় মুরগির ঘরে অথবা মুরগির শরীরে হাত দিলে কি অজু ভেঙে যাবে? কারণ মুরগি তো বাইরে চরে বেড়ায়। অনুগ্রহ করে জানাবেন?
উত্তর : না, মুরগি যদি বাইরে চরে বেড়ালেও মুরগির গায়ে হাত দিলে বা মুরগির ঘরে হাত লাগলে আপনার অজু নষ্ট হবে না। যদি ময়লা লেগে যায়, তাহলে এটি ধুয়ে নিলেই যথেষ্ট হবে। মুরগির বিষ্ঠা লাগলে ধুয়ে নিলেই যথেষ্ট।