আপনার জিজ্ঞাসা
গায়ে পেশাবের ছিটা লাগলে কী কবরে আজাব হয়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৭৮তম পর্বে গায়ে পেশাবের ছিটা লাগলে কবরে আজাব হবে কি না, সে সম্পর্কে ঢাকার মধ্য বাড্ডা থেকে চিঠিতে জানতে চেয়েছেন আয়েশা খাতুন। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : পেশাব করার সময় যদি ছিটা লাগে, তাহলে শুনেছি কবরে আজাব হবে। কিন্তু যদি তা ধুয়ে ফেলা হয়, তাহলেও কি আজাব হবে?
উত্তর : না, ধুয়ে ফেললে তো আজাব হবে না। আজাব হবে যদি আপনি ওই অপবিত্র অবস্থায় থেকে যান অর্থাৎ যথাযথ পবিত্রতা হাসিল না করেন। শুধু ছিটা লাগার কারণে আজাব হবে না।
আবু দাউদের হাদিসের মধ্যে উল্লেখ আছে- রাসুল (সা.) বলেছেন, ‘দ্বিতীয়জন পেশাব থেকে যথাযথ পবিত্রতা হাসিল করে না।’
গায়ে পেশাবের ছিটা লাগলে যেভাবে সুন্দর মতো পবিত্রতা হাসিল করা দরকার সেভাবে করে না। কিন্তু যদি আপনি ধুয়ে নেন, এতে কোনো অসুবিধা নেই। তবে সতর্কতা অবলম্বন করা সব থেকে ভালো। এ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই সবচেয়ে উত্তম।