আপনার জিজ্ঞাসা
সালাতুস শোকর নামে কি কোনো সালাত আছে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৭৮তম পর্বে চিঠিতে ঢাকার দক্ষিণ দনিয়ার নূরপুর থেকে সালাতুস শোকর সম্পর্কে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : সালাতুস শোকর নামে কি কোনো সালাত আছে? আমরা কি শুকরিয়া প্রকাশে সালাত পড়ব?
উত্তর : সালাতুস শোকর বা সেজদাতুস শোকর দুটিই রয়েছে। সেজদাতুস শোকরই বেশি পরিচিত। অর্থাৎ আল্লাহ তায়ালার শুকরিয়া আদায়ের জন্য বা আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য সেজদা দেওয়া। এটাকেই সেজদাতুস শোকর বলা হয়ে থাকে।
কেউ কেউ ভালো সংবাদ শুনলে শুকরিয়া আদায় করার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করেন। এটাই হচ্ছে সালাতুস শোকর বা দুই রাকাত নফল নামাজ। এটি নফল নামাজের অতিরিক্ত কিছুই না।