আপনার জিজ্ঞাসা
রাসূল (সা.)-এর নামের কোন শব্দটুকু শুনলে দরুদ পড়তে হয়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ১৮৮৬তম পর্বে ঢাকার দক্ষিণ দনিয়া থেকে রাসূল (সা.)-এর নামের কোন শব্দটুকু শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরুদটি পড়তে হয়, সে সম্পর্কে চিঠিতে জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমরা কোন শব্দটুকু শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরুদটি পড়ব?
উত্তর : আল্লাহর রাসূল (সা.)-এর নাম যখন বলা হয়ে থাকে, তখনই মূলত দরুদ পড়ার কথাটি এসেছে, যেমন—মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
কিন্তু সালফেস সালেহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, যখন তাঁরা নবী (সা.) বলতেন, তখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, যেমন—নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
কারণ, এই দরুদ পড়লেই তো আমার সওয়াব এবং কোনো ক্ষতি নেই। সুতরাং কেন আমি দরুদ পড়তে কার্পণ্য করব বা দূরে থাকব! এ জন্যই সালফেস সালেহিন মূলত রাসূল (সা.)-এর লকব বা অন্য নামগুলো এলেও, অর্থাৎ মুহাম্মদ (সা.) ছাড়া অন্য নামগুলো এলেও তাঁর নামের ওপর সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম—এই দরুদ পড়তেন। এটাই মূলত সুন্নাহ।