আপনার জিজ্ঞাসা
কোন সময় আজানের জবাব দেওয়া যাবে না?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ১৮৮৬তম পর্বে ঢাকার দক্ষিণ দনিয়া থেকে কখন আজানের জবাব দেওয়া যাবে না, সে সম্পর্কে চিঠিতে জানতে চেয়েছেন জনৈক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : কোন সময় আজানের জবাব দেওয়া যাবে না?
উত্তর : আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে মূলত কোন সময়ে দেওয়া যাবে না, এ ধরনের বক্তব্য নয়। আজানের জবাব দেওয়া যাবে। তবে একটি অবস্থায় রাসূলুল্লাহ (সা.) আল্লাহু রাব্বুল আলামিনের জিকির পছন্দ করতেন না, সেটা হচ্ছে যখন তিনি বাথরুমে থাকতেন। অর্থাৎ যখন তিনি বাথরুমে থাকতেন বা যাওয়ার প্রয়োজন হতো, যেমন—প্রস্রাব অথবা পায়খানা, এ অবস্থায় রাসূলুল্লাহ (সা.) আল্লাহু রাব্বুল আলামিনের জিকির পছন্দ করতে না।
আর বাকি সর্বাবস্থায় রাসূল (সা.) আল্লাহতায়ালার জিকির পছন্দ করতেন। এবং আজানের জবাব দেওয়াও আল্লাহতায়ালার জিকির। সুতরাং সর্বাবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন, খালি প্রস্রাব ও পায়খানার সময় রাসূল (সা.) আল্লাহতায়ালার জিকির পছন্দ করতেন না।