আপনার জিজ্ঞাসা
অভিমানে ওষুধ না খেয়ে মারা গেলে কি আত্মহত্যা হবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৮৯তম পর্বে অভিমানে বা সামর্থ্যের অভাবে কেউ ওষুধ সেবন না করে মারা গেলে সেটি আত্মহত্যা হবে কি না, তা ই-মেইলে জানতে চেয়েছেন আবু বকর সিদ্দিকী। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : অভিমানের কারণে বা সামর্থ্যের অভাবে ওষুধ সেবনে অক্ষম হয়ে কেউ মৃত্যুবরণ করলে সেটাকে কি আত্মহত্যা বলা যাবে?
উত্তর : দুটি ভিন্ন বিষয়। অভিমানের কারণে তিনি ওষুধ সেবন না করা হারাম কাজ। তাহলে তিনি গুনাহগার হবেন। কোনো সন্দেহ নেই। তবে আত্মহত্যা হিসেবে বিবেচিত হবে না, অর্থাৎ এই হারাম কাজটা তাঁর জন্য জায়েজ নয়। তাই তিনি গুনাহগার হবেন, কিন্তু এটি আত্মহত্যা হিসেবে বিবেচিত হবে না।
আর দ্বিতীয়ত যেটি বলেছেন, সামর্থ্যের অভাবে যদি কেউ ওষুধ খেতে না পারেন, চিকিৎসা নিতে না পারেন, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তবে সেটা আত্মহত্যার কিছুই না।