আপনার জিজ্ঞাসা
ঘরে আয়াতুল কুরসি বাঁধাই করে রাখা কি ঠিক?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৭৮তম পর্বে ঘরে আয়াতুল কুরসি বাঁধাই করে রাখার কোনো ফজিলত আছে কি না, সে সম্পর্কে সাভার থেকে টেলিফোনে জানতে চেয়েছেন নাসিমা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ঘরে যে আমরা আয়াতুল কুরসি বাঁধাই করে রেখে দিই, এটার কতটুকু সুফল বা ফজিলত আছে?
উত্তর : আমাদের প্রথমেই জানতে হবে, আয়াতুল কুরসি কিন্তু কোরআনে কারিমের একটি আয়াত। একটি আয়াত, দুটি আয়াত না। কোরআনে কারিমের মধ্যে এটি ছাড়া আরো ছয় হাজার দুইশত পঁয়ত্রিশটি আয়াত রয়েছে। পুরা কোরআনই তো ঘরের মধ্যে রয়েছে, তাহলে আবার আয়াতুল কুরসি বিশেষভাবে ঝুলিয়ে রাখছেন কেন? তাহলে বোঝা গেল, এখানে আপনার ভুল দৃষ্টিভঙ্গি রয়েছে।
অধিকাংশ লোকের ঘরে পুরো কোরআন শরিফ রয়েছে, তিনি তো তা ঝুলিয়ে রাখছেন না। আয়াতুল কুরসিকে বিশেষভাবে ঝুলিয়ে রাখছেন। এই কাজ শুদ্ধ নয়, সঠিক কাজ নয়। যদি আপনি মনে করেন যে, কোনো ধরনের প্রভাব থেকে ঘরকে মুক্ত রাখতে চান, তাহলে কোরআনে কারিমের এই আয়াতটি তিলাওয়াত করবেন।
রাসূল (সা.) হাদিসের মধ্যে কোরআনে কারিমের সূরা আল- বাকারা তিলাওয়াত করতে বলেছেন। আয়াতুল কুরসি বেশি বেশি করে তিলাওয়াত করবেন এবং সেই তিলাওয়াতটুকু হবে আওয়াজ করে। যদি নিরাপত্তার জন্য এবং কোনো ধরনের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে চান, তাহলে এই আয়াতগুলো আওয়াজ করে তিলাওয়াত করবেন। কোরআন তিলাওয়াত করে ফায়দা নিতে হবে।