আপনার জিজ্ঞাসা
কোনো পণ্য বিক্রয়ে কত শতাংশ লাভ করা যাবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘হজ ও উমরাহ’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
২০১৬ সালের হজ ও ওমরাহ অনুষ্ঠানের প্রথম পর্বে ব্যবসায় কত শতাংশ লাভ করা যাবে, সে সম্পর্কে চট্টগ্রাম থেকে টেলিফোনে জানতে চেয়েছেন জি এম দস্তগীর। অনুলিখনে ছিলেন জান্নাত আরা পাপিয়া ।
প্রশ্ন : ইসলামের দৃষ্টিতে ব্যবসা হালাল। আমি জানতে চাই, আমার একটি পণ্য যদি ১০০ টাকায় ক্রয় করা হয়ে থাকে, তবে আমি সেটার ওপর শতকরা কত আয় করতে পারব?
উত্তর : ব্যবসা ইসলামে হালাল। এই হালাল ব্যবসাকে উৎসাহিত করার জন্য ইসলাম এর লাভ কত শতাংশ হবে, তা নির্দিষ্ট করে দেয়নি। নির্দিষ্ট না করে দেওয়ার কারণে ব্যবসায়ী উদারভাবে ব্যবসার মধ্যে নিজেকে যুক্ত করতে পারে এবং এর মাধ্যমে সামাজিক কল্যাণে অংশীদার হতে পারে। আপনি কত পারসেন্ট লাভ করবেন, সেটা নির্ভর করবে বাজারের ওপর। যেমন : কোনো বস্তুর লাভ ১০০ শতাংশ করতে হবে, কারণ সেটা চলে কম। আবার কোনো বস্তুর লাভ ২ শতাংশ করলেও সমস্যা নেই। কারণ, এটি বেশি চলে। ফলে এটি যদি ইসলাম নির্দিষ্ট করে দিত, তবে ব্যবসা ক্ষতিগ্রস্ত হতো। যেমনি ব্যবসা ক্ষতিগ্রস্ত হতো, তেমনি যারা ভোক্তা তারাও ক্ষতিগ্রস্ত হতো। কারণ, বাজারে তারা জিনিস পেত না।
ফলে ইসলামে এখানে ব্যবসায়ের মূলনীতি অনুসরণ করেছে। সেটা হলো ব্যবসায়ীদের যে প্রচলন বা প্রথা রয়েছে, তার ওপর নির্ভর করছে কত শতাংশ লাভ করা যাবে। সে শতাংশ বাজারকে কোনোভাবে ডিঙিয়ে যেতে পারবে না। তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে প্রতারণার আশ্রয় নেয়, তাহলে তার সম্পর্কে নবী করিম (সা.) বলেছেন , ‘যে প্রতারণার আশ্রয় নিল, সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারবে না।’