আপনার জিজ্ঞাসা
বৃহস্পতিবার থেকে সফর শুরু করা কি সুন্নত?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৯৫ তম পর্বে বৃহস্পতিবার থেকে সফর শুরু করা সুন্নত কি না, সে সম্পর্কে ঢাকার দক্ষিণ দনিয়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : কেউ সফর করলে সেটি বৃহস্পতিবার থেকে শুরু করা কি সুন্নত?
উত্তর : সফর যদি কেউ শুরু করে থাকেন, তিনি বৃহস্পতিবার থেকে করতে পারেন। রাসুল (সা.)-এর একটি হাদিসে বর্ণিত হয়েছে, বৃহস্পতিবার সফর করা যেতে পারে। কিন্তু এটি সুন্নাহ নয়। রাসুল (সা.) পছন্দ করেছেন, কিন্তু সুন্নাহ নয়। এ বিষয়গুলো এ জন্য সুন্নাতের ভেতর অন্তর্ভুক্ত নয়। কারণ এটি ইবাদতের সঙ্গে সম্পৃক্ত বিষয় নয়।
যেমন : একজন ব্যক্তির শনিবারই সফর করতে হবে, তখন সে কী করবে? সে কি বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করবে? না, ব্যাপারটি এমন নয়। মূলত এটা ইবাদত সম্পৃক্ত বিষয় নয়। এটি প্রয়োজনের সঙ্গে জড়িত। তবে যদি সুযোগ থাকে এবং কেউ যদি ইচ্ছে করে বৃহস্পতিবার সফর শুরু করবে, যেহেতু রাসুল (সা.) এটি অনুসরণ করেছেন, তাহলে সে-ও করতে পারে। কিন্তু সুন্নাহ বলতে যেটি বুঝায় ব্যাপারটি তা নয়।