আপনার জিজ্ঞাসা
পবিত্র কোরআনে পুরুষদের পোশাকের কথা কী বলা হয়েছে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৯৪তম পর্বে ই-মেইলে পবিত্র কোরআনে পুরুষদের পোশাক সম্পর্কে কিছু বলা হয়েছে কি না, সে সম্পর্কে জানতে চেয়েছেন ইমাদ আলম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : কোরআন শরিফে পুরুষদের পোশাকের কথা লেখা বা বলা হয়েছে কি? তা জানতে চাই।
উত্তর : পোশাকের ব্যাপারে কোরআনে কারিমের সূরা আরাফে আল্লাহ সুবানাহুতায়ালা বলেছেন, ‘তোমাদের জন্য আমি লেবাস বা পোশাক অবতীর্ণ করেছি, যে পোশাকের মাধ্যমে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকবে এবং এমন পোশাক, যেগুলোর মাধ্যমে নিজেদের সৌন্দর্য গ্রহণ করবে।’
অর্থাৎ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবানাহুতায়ালা পোশাককে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সৌন্দর্যের পোশাক, আরেকটা হচ্ছে লজ্জাস্থানকে আবৃত করার পোশাক। এটা হচ্ছে ফরজ বা বাধ্যতামূলক পোশাক। অবশ্যই পরতে হবে। প্রত্যেক বনি আদমের জন্য এটা বাধ্যতামূলক। এই লজ্জাস্থান না ঢাকলে কিন্তু সত্যিকার মানবসভ্যতার যে পরিচয় আছে, তা থেকে বাইরে চলে যাবেন।
আরেকটি হলো আল্লাহ সুবানাহুতায়ালা বলেছেন, ‘সৌন্দর্যের বিষয়ও আছে।’ যেমন : মাথায় টুপি দিলেন, চশমা দিলেন ইত্যাদি সৌন্দর্যের জন্য বহু ধরনের পোশাক রয়েছে।
এটাকেও আল্লাহতায়ালা বলেছেন পোশাক। পোশাককে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বাধ্যতামূলক পোশাক। আরেকটা হচ্ছে সৌন্দর্যের পোশাক। দুটির কথাই কোরআনে কারিমের মধ্যে উল্লেখ রয়েছে।