আপনার জিজ্ঞাসা
নামাজে সুরা কি ক্রমানুসারে পড়তে হবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৮০তম পর্বে নামাজে সুরা বড় থেকে ছোট ক্রমানুযায়ী পড়তে হবে কি না, সে সম্পর্কে উত্তরা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আবদুল লতিফ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমরা যখন নামাজ আদায় করি, যেমন সুন্নত চার রাকাত, নিয়ম অনুযায়ী যতটুকু জানি যে, বড় সুরা থেকে ছোট সুরা মিলিয়ে পড়তে হয়। সেটা সুন্নত নামাজ অথবা ফরজ নামাজ যেটাই হোক। হাদিসের দৃষ্টিকোণ থেকে আসলে কোনটি নিয়ম? বড় থেকে ছোট সুরা মিলিয়ে পড়া নাকি যেকোনো সুরা পড়লেই হয়?
উত্তর : আপনি যেটা বলেছেন বড় সুরা থেকে ছোট সুরা মিলিয়ে পড়তে হয়, এ সম্পর্কে রাসুল (সা.)-এর কোনো নির্দেশনা নেই। সুন্নাহর মধ্যে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। বরং কোরআন তিলাওয়াতের জন্য আল্লাহ সুবাহানাহু তায়ালা যে নির্দেশনা দিয়েছেন, সেখানে খুব সহজ করেছেন। আল্লাহ তায়ালা বলেছেন, ‘কোরআন থেকে তোমাদের যতটুকু সম্ভব হয়, সহজ হয় তোমরা তিলাওয়াত করো।’
আপনি যেকোনো সুরার যেকোনো অংশ তিলাওয়াত করতে পারবেন। যেকোনো সুরা তিলাওয়াত করতে পারবেন। এর জন্য মূলত বড় থেকে ছোট বা যে ক্রমধারা রয়েছে সেটি নির্দিষ্ট করে নেওয়া, এটি শুধু ওলামায়ে কেরামদের ইশতেহাদ। রাসুল(সা.)-এর কোনো নির্দেশনা এখানে নেই। এখানে এটি মুক্ত রাখা হয়েছে।