আপনার জিজ্ঞাসা
জাকাতের টাকায় জমি কিনে ওয়াকফ করা যাবে কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯০২তম পর্বে জাকাতের টাকা দিয়ে জমি কিনে এতিমদের দান বা ওয়াকফ করা যাবে কি না, সে সম্পর্কে ঢাকার শ্যামলী থেকে ই-মেইলে জানতে চেয়েছেন মিনার মাহমুদ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : জাকাতের টাকা দিয়ে জমি কিনে এতিমখানা, এতিম বা জাকাত প্রাপ্য হকদারকে দান বা ওয়াকফ করে দেওয়া যাবে কি?
উত্তর : না, জাকাতের টাকা দিয়ে জমি কেনা জায়েজ নেই। আর এ জমি কিনে ওয়াকফ করার প্রশ্নই আসে না। জাকাতের টাকা আপনি খরচ করেছেন কেন? আবার ওয়াকফ করছেন কেন? জাকাতের টাকা দিয়ে জমি কেনাও জায়েজ নেই। আর ওয়াকফ করারও জায়েজ নেই। দুটি কাজই ভুল।
জাকাতের টাকা জাকাতের হকদার যাঁরা আছে, তাঁদের দেবেন। সুনির্দিষ্ট কোনো এতিমদের জন্য আবাসনের ব্যবস্থা করে দিতে পারেন। আবাসনের ক্ষেত্রে এতিমদের সহযোগিতা করতে পারেন। সে ক্ষেত্রে জাকাতের মালিকানা তাঁদের থাকবে। কিন্তু এই আবাসনের দায়িত্বটুকু আপনি হয়তো গ্রহণ করতে পারেন। তাঁদের টাকা দিয়ে তাঁদের সে ব্যবস্থা করে দিতে পারেন।
তবে এই টাকা, অর্থাৎ জাকাতের টাকা তাঁদের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে মূলত হক।