আপনার জিজ্ঞাসা
একই ঘরে কোরআন ও বাইবেল রাখলে কি গুনাহ হয়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯০৭তম পর্বে একই ঘরে কোরআন ও বাইবেল রাখলে গুনাহ হবে কি না, সে সম্পর্কে মিরপুর, ঢাকা থেকে ই-মেইলে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ঘরে যদি অন্য ধর্মগ্রন্থ, যেমন—বাইবেল থাকে, এতে কি গুনাহ হয়? কারণ একই ঘরে কোরআন ও বাইবেল থাকতে পারে না। এ ব্যাপারে জানাবেন?
উত্তর : বাইবেল যদি কেউ পড়ার জন্য রাখতে চায়, তাহলে রাখতে পারে। একই ঘরে কোরআন বাইবেল থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। জ্ঞানচর্চার জন্য রাখা যেতেই পারে।
বাইবেলকে যদি সম্মান দেখানোর জন্য বা বাইবেলের মর্যাদা সমুন্নত করার জন্য হয়, বাইবেলের বিশ্বাসকে সমুন্নত করার জন্য হয়, তাহলে এ কাজটি কুফরি হবে কোনো সন্দেহ নেই।
কিন্তু বাইবেল যদি শুধু পড়ার জন্য, পাঠক হিসেবে যদি কেউ ঘরের মধ্যে রাখে এতে কোনো গুনাহ নেই। তিনি রাখতে পারেন। কিন্তু একে কোরআনের সঙ্গে সম্মান দেখানোর জন্য রাখা অথবা কোরআনের সমপর্যায়ে সম্মান দেখানো এটা কুফরি কাজ। এটা যদি কেউ করে থাকেন, তাহলে তিনি মুসলিম, এই পরিচয় না দেওয়াটাই উত্তম।