আপনার জিজ্ঞাসা
ইব্রাহিম (আ.)-কে ইহুদি, খ্রিস্টানদের দাদা বলা হয় কেন?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯১০তম পর্বে হজরত ইব্রাহিম (আ.)-কে কেন ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের দাদা বলা হয়, সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ই-মেইলে জানতে চেয়েছেন আবুল মো. মোহসের। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : হজরত ইব্রাহিম (আ.)-কে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের দাদা বলা হয়। এ ব্যাপারটা বুঝিয়ে বলবেন?
উত্তর : খুবই সহজ কথা। ইহুদি ও খ্রিস্টানদের মূল হচ্ছে ইয়াকুব (আ.)। আর ইব্রাহিম (আ.)-কে এই জন্য ইহুদি ও খ্রিস্টানদের দাদা বলা হয়ে থাকে, যেহেতু ইয়াকুব (আ.)-এর সন্তানরাই পরবর্তী সময়ে ইহুদি ও খ্রিস্টানে বিভক্ত হয়েছে। আর ইয়াকুব (আ.) ইসহাক (আ.)-এর ছেলে এবং ইব্রাহিম (আ.)-এর নাতি। তাই ইব্রাহিম (আ.) ইয়াকুব (আ.)-এর দাদা।
আর আমাদের রাসূল (সা.) হচ্ছেন ইসমাইল (আ.)-এর পরবর্তী বংশধর, অর্থাৎ নাতি। তাই মূলত বংশপরম্পরায় ইসমাইল (আ.)-কে কেন্দ্র করেই ইব্রাহিম (আ.) এই মুসলিম উম্মাহরও দাদা। তাই তাঁর দেখানো দ্বীন বা দ্বীনের পদ্ধতিটাতে মূলত বলা হয়েছে, এটাই হচ্ছে তোমাদের পিতা, অর্থাৎ ইব্রাহিম (আ.) মিল্লাত। অর্থাৎ বংশপরম্পরার কারণেই এটা বলা হয়।