আপনার জিজ্ঞাসা
নামের আগে মোহাম্মদ বা মোসাম্মৎ ব্যবহার করা কি ঠিক?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯১১তম পর্বে ছেলেমেয়ের নামের আগে মোহাম্মদ বা মোসাম্মৎ ব্যবহার করা ঠিক কি না, সে সম্পর্কে দিনাজপুর থেকে চিঠিতে জানতে চেয়েছেন নুরুন্নাহার বেগম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ছেলে এবং মেয়েমানুষের নামের প্রথমে মোহাম্মদ এবং মোসাম্মৎ ব্যবহার করা হয়। এটা কি ঠিক আছে?
উত্তর : এটা শুধুমাত্র ব্যবহার করা হয়ে থাকে, ঠিক-বেঠিকের কোনো কারণ নেই। এটাকে অনেকটা ওরফের মতো বলা যেতে পারে, যেটা প্রচলন হয়ে গিয়েছে।
আর মোসাম্মৎ কথাটাও শুদ্ধ নয়। মানে ব্যবহার করার প্রয়োজন নেই, আর মোহাম্মদ তো একটা নাম, আল্লাহর নবী (সা.)-এর নাম হচ্ছে মোহাম্মদ। সুতরাং এটা বাধ্যতামূলক কিছুই নয়। কিন্তু এটা প্রচলন হয়ে গিয়েছে।